ডেপুটি স্পিকারের রায় সংবিধান লঙ্ঘন: পাকিস্তানের প্রধান বিচারপতি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। তার এই রায়কে প্রাথমিকভাবে সংবিধানের ৯৫ ধারার লঙ্ঘন বলে মনে করছেন প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ।

বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো অনাস্থা প্রস্তাব খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়া নিয়ে দেশটির সর্বোচ্চ আদালতে শুনানি চলাকালে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। পাকিস্তানের সর্বোচ্চ আদালত কাসিম সুরির দেওয়া ওই অসাংবিধানিক পদক্ষেপের ওপর রায় দিতে পারেন তিনি।

বিচারপতি বন্দিয়ালের নেতৃত্বে এবং বিচারপতি মুনীব আখতার, আইজাজুল আহসান, মাজহার আলম এবং বিচারপতি জামাল খান মন্দোখেলের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ শুনানিতে যুক্ত আছেন।

উল্লেখ্য, গত রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোটের প্রস্তাব নাকচ করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ইমরানের বিরুদ্ধে হতে যাওয়া অনাস্থা পদক্ষেপকে সংবিধানের ৫ অনুচ্ছেদের বিরুদ্ধে অ্যাখায়িত করে খারিজ করে দেন স্পিকার। এরপরই ইমরান খানের অনুরোধে জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img