কিয়েভ ও এর আশপাশের এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকা ইউক্রেনীয় বাহিনী পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, রাশিয়া তার সেনাদের প্রধান শহরগুলো থেকে প্রত্যাহার করায় এই এলাকার দখল নেওয়া সহজ হয়েছে।

এদিকে, শনিবার রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায়। তাদের লক্ষ্য কী? তারা মূলত এসব এলাকায় তাদের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’

দেশটির মানুষকে নিজেদের লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে জেলেনস্কি বলেন, ‘আমাদের লক্ষ্য কী? নিজেদের, নিজেদের স্বাধীনতা ও ভূমিকে রক্ষা করা। রক্ষা করতে হবে আমাদের মানুষকে।’

জেলেনস্কি অবরুদ্ধ দক্ষিণ বন্দর মারিউপোল রক্ষা করায় ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেন। কয়েক সপ্তাহে রাশিয়ার ভারী বোমা হামলায় যা কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে।

প্রেসিডেন্ট বলেন, ‘মারিউপোল এবং অন্যান্য ইউক্রেনীয় শহরগুলোতে ইউক্রেনীয় প্রতিরোধ কিয়েভকে ‘অমূল্য সময়’ লাভ করতে দেয়, যা রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করতে সহায়তা করে।’

এ সপ্তাহের শুরুর দিকে রাশিয়া রাজধানী কিয়েভ এবং উত্তরের শহর চেরনিহিভের আশেপাশে যুদ্ধ বিরতি ঘোষণা করে এবং পরে ইউক্রেনের পূর্বাঞ্চলের দিকে ফোকাস করে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img