‘কিয়েভ থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হচ্ছে রাশিয়া’

ব্যাপক ক্ষতির কারণে কিয়েভ অঞ্চল থেকে রাশিয়া তার সেনাদের সরিয়ে নিতে বাধ্য হচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এ দাবি করেছেন। খবর বিবিসির।

যুদ্ধের হালনাগাদ তথ্যে জেনারেল স্টাফ জানান, রাশিয়ার সেনাবাহিনীর দুই ব্যাটালিয়ন কৌশলগত দলকে বেলারুশে সরিয়ে নেওয়া হয়েছে। এ ইউনিটগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এ ছাড়া ইউক্রেনে প্রবেশ করা রুশ ইউনিটগুলোর ‘তীব্রতাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পূর্বাভাসে বলা হয়, রাশিয়া কৃষ্ণসাগর উপকূলে নৌ-অবরোধের মাধ্যমে কার্যকরভাবে ইউক্রেনকে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।

রাশিয়া গত সপ্তাহে জানিয়েছিল, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দেবে। কিন্তু এ কথা জানানোর পরও দেশের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার অভিযানের এক মাস পর সংকট নিরসনে দ্বিতীয় দফায় ইউক্রেন-রাশিয়ার মধ্যকার মুখোমুখি শান্তি আলোচনা সোমবার তুরস্কে অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের পক্ষের একজন আলোচক এবং রাজনীতিবিদ ডেভিড আরাখামিয়া ফেসবুকে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনে প্রায় চার হাজার ৫০০টি আবাসিক ভবন, ১০০টি কোম্পানি ভবন, ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৫০টি হাসপাতাল ধ্বংস করেছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img