স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার হত্যার তদন্ত চলছে। দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিপু হত্যার তদন্ত করছে। এ হত্যার পেছনে কারা জড়িত, নাটের গুরু কারা সবকিছুই দেশবাসীর সামনে নিয়ে আসা হবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতারা এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতারা শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
ইউআর/