কাবরেরা কি পারবেন ‘স্মরণীয়’ হয়ে থাকতে?

ক্লাব আর একাডেমিতে কোচিং করিয়ে ক্যারিয়ার শুরু হাভিয়ের কাবরেরার। এই প্রথম জাতীয় দলের দায়িত্ব কাঁধে চেপেছে। তাও আবার বাংলাদেশের। তরুণ এই কোচ বাংলাদেশ ফুটবল দলকে কীভাবে দীক্ষা দিচ্ছেন, তা আজই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। এখন প্রশ্ন উঠছে- অভিষেক ম্যাচে ৩৭ বছর বয়সী কোচ কি সাফল্যের দেখা পাবেন, পারবেন স্মরণীয় হয়ে থাকতে?

আর মাত্র কয়েক ঘণ্টা পর এই প্রশ্নের উত্তর জানা যাবে। মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হচ্ছে ম্যাচ। অন্য সবার মতো কাবরেরাও আশাবাদী। ঢাকা ছাড়ার আগে আর মালেতে সংবাদ সম্মেলনে ইতিবাচক কথা শুনিয়েছেন।

যদিও কাবরেরার আগে দীর্ঘমেয়াদে জাতীয় দলের কোচ থাকা জেমি ডে শুরুর ম্যাচে সাফল্য পাননি। ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপের আগে নীলফামারীতে প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ভালো খেলেও বাংলাদেশ দল হেরেছিল। কাবরেরার জন্য অবশ্য পরীক্ষাটা আরও বড়। ফিফা র‌্যাঙ্কিংয়ে মালদ্বীপ বাংলাদেশের চেয়ে ২৯ ধাপ এগিয়ে। ফলে তাদের মাঠে জয় পাওয়াটা কঠিন। এছাড়া স্কিল কিংবা অন্যসব পারিপার্শ্বিক দিক তো আছেই। যদিও এই দলে আলী আশফাকের মতো বিপজ্জনক খেলোয়াড় নেই।

তারপরেও আলী ফাসির-আলী নাইজ-আকরাম আব্দুল ঘানির মতো খেলোয়াড় আছেন। যারা যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এছাড়া রয়েছেন তরুণ কিছু ফুটবলার।

বাংলাদেশ কোচ সবই জানেন। প্রতিপক্ষ সম্পর্কে পড়াশোনাও কম করেননি। সে কারণেই নিজের দলের প্রতি বেশ আস্থা রাখছেন। জামাল-জীবন-সুমনদের প্রতি ভরসা রেখে জিততে চাইছেন ম্যাচ।

তাই তো ঢাকা ছাড়ার আগে আশাবাদী কণ্ঠে জয়ের প্রত্যাশার কথা শুনিয়ে গেছেন। আর প্রথম ম্যাচ চাপের কিনা তারও উত্তর দিয়ে গেছেন এভাবে, ‘হ্যাঁ, প্রথম ম্যাচের আগে তো অবশ্যই টেনশন কাজ করবে, দায়িত্ব অনুভব করবো।আমার যদি টেনশন না হয়, তবে পেশাদার নই। এখন শুধু ম্যাচে ফোকাস রাখছি। জয়ই মূল লক্ষ্য। এটাই আমাদের ট্যাক্টিস।’

কয়েক বছর ধরে তরুণ কোচদের ওপর ভরসা করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অ্যান্ড্রু ওর্ড থেকে শুরু করে জেমি ডে হয়ে এবার হাভিয়ের কাবরেরার ওপর দায়িত্ব অর্পিত হয়েছে। মাঝে অস্কার ব্রুজন ও মারিও লেমসও লাল-সবুজ দলের কোচ হওয়ার স্বাদ পেয়েছেন।

আজ প্রথম ম্যাচে হাভিয়ের কাবরেরা কোন কৌশলে দলকে খেলান। সাফল্য বুভুক্ষু দলকে কী দিতে পারেন, সেটাই দেখার।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img