তৃতীয় টেস্টে তৃতীয় দিনের শেষ সেশনে ৩ উইকেটে ২২৭ রান নিয়ে খেলতে নেমেছিল পাকিস্তান। ওই পর্যন্তই টিকেছিল স্বাগতিকদের প্রতিরোধ। এর পর কামিন্স-স্টার্কদের তোপে ২৬৮ রানে শেষ হয়েছে পাকিস্তানের প্রথম ইনিংস। প্যাট কামিন্সের সপ্তম ৫ উইকেট শিকারে অস্ট্রেলিয়া তৃতীয় দিন শেষে নিজেদের দেখতে পাচ্ছে শক্ত অবস্থানে। ১২৩ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। বিনা উইকেটে দিন শেষ করেছে ১১ রানে। সফরকারীরা এগিয়ে ১৩৪ রানে।
চা বিরতির পর মাত্র ২০ রানে পড়েছে শেষ ৭ উইকেট। তৃতীয় সেশনের আগে খুব বেশি স্বস্তিতে দেখা যায়নি ফাওয়াদ আলমকে। বিরতির পর মাত্র ১৩ রান করে ফিরেছেন। স্টার্কের বলে উইকেটকিপার রিজওয়ানও বোল্ড হয়েছেন ১ রানে! কামিন্স-স্টার্ক মিলে লেজ ছেঁটে দেওয়ায় শেষ দিকে কোনও প্রতিরোধই গড়া হয়নি পাকিস্তানের। স্টার্ক ৩৩ রানে নিয়েছেন ৪ উইকেট। ৫৬ রানে ৫ উইকেট নিয়েছেন কামিন্স। একটি উইকেট নাথান লায়নের।
এর আগে আজহার আলী ও আব্দুল্লাহ শফিক মিলে ১ উইকেটে ৯০ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলেন। প্রথম সেশনে দুজন ভালো প্রতিরোধও গড়েন। দ্বিতীয় উইকেটে যোগ করেন ১৫০ রান! তবে লাঞ্চের পরেই পাল্টেছে দৃশ্যপট। শফিককে ৮১ রানে গ্লাভসবন্দি করান লায়ন। এর পর হোমগ্রাউন্ডে সেঞ্চুরি বঞ্চিত হন আজহার আলীও। এদিন ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করা এই ব্যাটারকে ৭৮ রানে ফিরতি ক্যাচ বানিয়েছেন কামিন্স।
সংক্ষিপ্ত স্কোর:
(তৃতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া: প্রথম ইনিংসে ১৩৩.৩ ওভারে ৩৯১ (উসমান খাজা ৯১, ক্যামেরন গ্রিন ৭৯, অ্যালেক্স ক্যারি ৬৭, স্টিভেন স্মিথ ৫৯; নাসিম শাহ ৪/৫৮, শাহীন আফ্রিদি ৪/৭৯)। দ্বিতীয় ইনিংসে: ১১/০ (খাজা ৭*, ওয়ার্নার ৪*)
পাকিস্তান: প্রথম ইনিংসে ১১৬.৪ ওভারে ২৬৮ (আব্দুল্লাহ শফিক ৮১, আজহার আলী ৭৮; প্যাট কামিন্স ৫/৫৬, স্টার্ক ৪/৩৩)।
ইউআর/