বিজিবি-বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক শেষে ৪১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (২৩ মার্চ) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের ৬ মে থেকে ৪১ জন বাংলাদেশি মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষে মানবেতর জীবন যাপন করছিলেন। বিষয়টি জানতে পারার পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি ও মিয়ানমারের সিটউিইতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট দীর্ঘ একবছর অক্লান্ত প্রচেষ্টা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় ২৩ মার্চ সকাল পৌনে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মিয়ানমারের মংডুতে বিজিবি ও বিজিপি পতাকা বৈঠক হয়।
উল্লেখ্য, পতাকা বৈঠকে ১৬ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধিদলের নেতৃত্বে দেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং বিজিপির ৯ সদস্যের দলের নেতৃত্ব দেন পুলিশ লে. কর্নেল কাও না ইয়াং শো।
পতাকা বৈঠকে বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনাও হয়। এছাড়া উভয় দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, উত্তরোত্তর উন্নতি এবং সহযোগিতা বৃদ্ধির ব্যাপারেও প্রতিনিধিরা মতামত ব্যক্ত করেন।
ফেরত আনা ৪১ জন বাংলাদেশি নাগরিক পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্যা কর্মকর্তার সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইউআর/