রাশিয়ায় অ্যালুমিনিয়াম রপ্তানি নিষিদ্ধঃ অস্ট্রেলিয়া

ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার দিচ্ছে পশ্চিমারা। একই পদক্ষেপ নিচ্ছে অস্ট্রেলিয়া সরকারও।

এবার রাশিয়ায় অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম রপ্তানি নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া সরকার বলছে, রাশিয়ার ২০ শতাংশ অ্যালুমিনিয়ার চাহিদা মেটায় অস্ট্রেলিয়া।

নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের সক্ষমতা কমাবে।
এক বিবৃতিতে বলা হয়, এ পর্যন্ত ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের পাশাপাশি ৩৩টি সংস্থাসহ ৪৪৩ জন ব্যক্তির ওপর মোট ৪৭৬টি নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রোববার (২০ মার্চ) ২৫ দিনের মতো যুদ্ধ চলছে। রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে প্রায় ৩৩ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে জানিয়েছে জাতিসংঘ।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img