ইউক্রেনে রুশপন্থী ১৫০০ সংবাদ মাধ্যম ব্লক

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে চার সপ্তাহ ধরে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এর মধ্যে যুদ্ধে রাশিয়ার হয়ে প্রচারণা চালানোর অভিযোগে অন্তত দেড় হাজার মস্কোপন্থী মিডিয়া আউটলেট ব্লক করে দিয়েছে ইউক্রেন।

রোববার (২০ মার্চ) স্থানীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনে শুরুর পর থেকে এসব মিডিয়া আউটলেট ব্লক করা হয়।

ইউক্রেনীয় পুলিশ জানিয়েছে, ব্লক করা মিডিয়া আউটলেটগুলোর প্রায় দেড় কোটি পাঠক-দর্শক ছিল। এছাড়া যুদ্ধাপরাধ এবং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হত্যার ন্যায্যতা দেওয়া তিন হাজার ১৭৮টি আর্টিকেল সরিয়ে নেওয়ার কথা জানান তারা।

দেশটির সাইবার পুলিশের তৎপরতায় এই কাজটি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রোববার (২০ মার্চ) ২৫ দিনের মতো যুদ্ধ চলছে। প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিওপোল শহরটি দখল করা রুশ সেনাদের অন্যতম প্রধান লক্ষ্য বলে বিবেচিত হয়ে আসছে।

রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে প্রায় ৩৩ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে জানিয়েছে জাতিসংঘ।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img