বিয়ে করে রাজত্ব হারালেন জাপানের রাজকুমারী

নানা বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করেছেন জাপানের রাজকুমারী মাকো। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) সহপাঠী ও দীর্ঘদিনের বন্ধুকেই কোমুরোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। কোমুরো সাধারণ পরিবারের হওয়ায় রাজত্ব হারিয়েছেন মাকো।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে বিয়ের রেজিস্ট্রি করার জন্য প্রিন্সেস মাকো তার টোকিওর বাড়ি থেকে বের হন।

জাপানি রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, রাজপুত্র অথবা রাজকুমারীরা রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে রাজকীয় পদমর্যাদা হারায় এবং তাদের বঞ্চিত হতে হয় রাজপ্রাসাদের সবকিছু থেকে।

জানা গেছে, শিগগিরই একটি সংবাদ সম্মেলন করবেন নবদম্পতি। সেখানে তারা একটি সংক্ষিপ্ত উদ্বোধনী বিবৃতি দেবেন। এছাড়া আগে থেকে জমা দেওয়া পাঁচটি নির্বাচিত প্রশ্নের লিখিত উত্তর দেবেন।

রাজত্ব হারানো কিংবা রাজ পরিবারের সম্পদ থেকে বঞ্চিত হওয়ার মতো ব্যাপারকে যেন তুরি মেরেই উড়িয়ে দিয়েছেন মাকো। জৌলুস ভরা জীবনকে দূরে ঠেলে দিয়ে বেছে নিয়েছেন সাধারণ জীবনযাপনকেই।

গত শনিবার (২৩ অক্টোবর) শেষবারের মতো রাজপ্রাসাদে নিজের ৩০তম জন্মদিন পালন করেছেন মাকো। এর মধ্যে দিয়েই শেষ বারের মতো রাজপ্রাসাদে কোনো অনুষ্ঠান উদযাপন করলেন তিনি।

জাপানের ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ২০১২ সালে পরিচয় হয় প্রিন্সেস মাকো ও কেই কোমুরোর। এক পর্যায়ে পরিচয় রূপ নেয় পরিণয়ে। এমনকি ২০১৭ সালে সম্পন্ন হয় তাদের বাগদানও।

২০১৮ সালে মাকো ও কোমুরোর বিয়ে করার পরিকল্পনার কথা জানা গিয়েছিল। পরবর্তীতে জটিলতা তৈরি হওয়ায় পিছিয়ে যায় বিয়ের আয়োজন। তবে দুই বছর পর অবশেষে তা মেনে নেন জাপানের ক্রাউন প্রিন্স ফুমিহিতো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img