চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৩২০ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে নগরের ৭২১ জন এবং ৫৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ১৬৩ জনের। এরমধ্যে নগরের ৭৩ হাজার ৯৩২ জন এবং ২৮ হাজার ২৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সোমবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২হাজার ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত ০.১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১ জন। মারা যাওয়া ব্যক্তি উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।