সাকিব আল হাসান আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবেন, আর রেকর্ড হবে! এটাই যেন এখন চিরন্তন সত্য বাক্য। আজও (২৪ অক্টোবর) একটি রেকর্ড সম্পূর্ণ নিজের করে নিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এর মধ্য দিয়ে সাকিব এখন এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বনে গেছেন। এই মুহূর্তে তার উইকেট সংখ্যা ৪১টি। ৩৯ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
অবশ্য আগের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষেই শহীদ আফ্রিদিকে ছুঁয়ে ফেলেন সাকিব। এবার এককভাবে রেকর্ডটি নিজের করে নিলেন।
মোট ৬টি বিশ্বকাপে ৩৪ ম্যাচ খেলেছেন আফ্রিদি। এতে ২৩.২৫ গড় এবং ৬.৭১ ইকোনোমি রেটে তার উইকেট সংখ্যা ৩৯টি। অন্যদিকে, সাকিব এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৩১টি। এটি তার সপ্তম আসর।
তালিকায় তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। তিনি ৩১ ম্যাচে ৩৮ উইকেট সংগ্রহ করেছেন। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে পাকিস্তানের সাঈদ আজমল (২৩ ম্যাচে ৩৬ উইকেট) ও শ্রীলঙ্কার অজান্তা মেন্ডিস (২১ ম্যাচে ৩৫ উইকেট)।