আবারও বিসিবি সভাপতি নির্বাচিত হলেন পাপন

টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন।  আজ (বৃহস্পতিবার) পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।  বিসিবি সূত্রে জানা গেছে বিষয়টি।

বুধবারের বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন পাপন।  ৫৭ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৫৩টি।  ফলে প্রথমবারের মতো নির্বাচনে জিতে বিসিবিতে এসেছেন পাপন। কারণ আগের দুই দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

প্রথম দফায় ২০১২ সালে সরকারের মনোনয়নে বিসিবিতে সভাপতি হয়ে এসেছিলেন পাপন।  ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।  এরপর ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।  তবে এবার ১৫ প্রার্থীর সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছেন তিনি।  এ নিয়ে টানা তৃতীয়বার পূর্ণ মেয়াদের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন পাপন।  একই সঙ্গে টানা চতুর্থবারের মতো বসলেন বিসিবি সভাপতির চেয়ারে।  অথচ নির্বাচনের আগে জানিয়েছিলেন, এবার সভাপতি নাও হতে পারেন তিনি।

নবনির্বাচিত পরিচালকরা দুপুরের দিকে আসেন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে।  পুরো স্টেডিয়াম জুড়েই নির্বাচিত পরিচালকদের সমর্থকরা আনন্দ মিছিল করেছেন।  স্টেডিয়ামের মূল ফটকের ভেতরে লোকে লোকারণ্য।  জয়ের মিছিলে নতুন পরিচালকদের স্বাগত জানিয়েছেন তারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img