বান্দরবানের লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের মাদানিনগর এলাকায় বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন।
আজ বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আহত ২৭ জনের নাম পাওয়া গেছে তারা হলেন – জোৎস্না দে (২০), শুভশ্রী (১০), রূপম চাকমা (২), জহর লাল (৫৫), নুর মোহাম্মদ (২৮), মো. সোহেল (৩২), রাজশ্রী দে (২), আনোয়ার হোসেন (৫০), নুরুল আলম (৩০), হাসনা বালা (৬০), মনু আলম (৩৫), তপন (৩৮), সরওয়ার (২৫), মো. রফিক (৩০), সরওয়ার আলম (৫৫), মো. সাহেদ (৬৫), শিব সংকর (৩৭), জেসি মার্মা (২২), আবুল হোসেন (৫৫), বাসের হেলপার মো. বেলাল (২৪), মেরি আক্তার (৪৫), মোহছেনা বেগম (৪০), আকিব (১০), ইমু (৬), জিহান (১৮), জাহানারা বেগম (৪৮), পাখি বালা (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টায় চকরিয়ামুখী যাত্রীবাহী বাসের সঙ্গে লামামুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন হয়েছেন। আহতদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর।
তিনি বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।