নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তালিকাভুক্ত ছিনতাইকারী শহিদুল ইসলাম ওরফে ভুইস্যাসহ (২৩) চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্য তিনজন হলেন, মো ফয়সাল ইমন(২০), মো ইব্রাহিম পারভেজ(১৯) ও আব্দুল মান্নান(১৯)।
আজ ২৮ এপ্রিল, বুধবার তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়াইপাড়া হাজীরপুল খালপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
শহিদুল ইসলাম ওরফে ভুইস্যার বাড়ি ভোলার দৌলতখান চরপদ হাই স্কুল এলাকায় হলেও তিনি নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা।
চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে তালিকাভুক্ত ছিনতাইকারী ভুইস্যাসহ ৪ ছিনতাইকারীকে বাড়াইপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ছোরা ও ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান দিনেরখবরকে বলেন, ভুইস্যা দীর্ঘদিন পাঁচলাইশসহ নগরীর বিভিন এলাকায় ছিনতাই করে আসছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি চাঁদাবাজির মামলাও রয়েছে।গতকাল রাতে ভুইস্যাসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে আজ আদালতে পাঠানো হয়েছে।
এন-কে