চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১হাজার ৩০৮ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১১ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজনই উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭২০ জন নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৮৮ জন।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।