দিল্লিকে ১ রান হারিয়ে শীর্ষেই রইল ব্যাঙ্গালুরু

টানটান উত্তেজনা ছাড়িয়ে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১ রানের জয় তুলে শীর্ষ স্থান নিজেদের দখলেই রাখল বিরাট কোহলিরা।

মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে টস জিতে ব্যাঙ্গালুরুকে আগে ব্যাট করতে পাঠায় দিল্লি।

৪২ বলে ৭৫ রান করেন এবি ডিভিলিয়ার্স। ২২ বলে ৩১ রান তুলেন রজত পতিদার। অন্যদিকে ২০ বলে ২৫ রান আসে গ্লেন ম্যাক্সওয়েলে ব্যাট থেকে।

একটি করে উইকেট তুলেন অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, আবেশ খান।

জবাবে ৪৮ বলের ৫৮ রান তুলেন ঋষভ পন্থ। ২৫ বলে ৫৩ রান করেন শিমরন হেটমেয়ার। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রানের।

পন্থ-হেটমেয়ার অপরাজিত থেকেও ১ রানের জন্য জয়ে পৌঁছতে পারেনি দিল্লি। ৪ উইকেটে ১৭০ রান করতে সক্ষম হয় তারা।

ব্যাঙ্গালুরুর হয়ে হার্সাল প্যাটেল দুটি উইকেট তুলেন। মোহম্মদ সিরাজ ও কাইল জেমিসন একটি করে উইকেট আদায় করেন।

এই জয়ে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি।

দিল্লি ক্যাপিটালস একাদশ

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, আবেশ খান।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ

দেবদত্ত পাডিক্কাল, বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ড্যানিয়েল স্যামস, রজত পতিদার, কাইল জেমিসন, হার্সাল প্যাটেল, মোহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img