চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ব্যক্তিস্বার্থ উদ্ধারকারী কাউকে দলে স্থান দেওয়া হবে না। এমনকি লিয়াকত হত্যাকারীর সঙ্গে সম্পৃক্ত যারা দলে ঢুকতে চেষ্টা করছে তাদের আশ্রয়দানকারীদের ক্ষমা করা হবে না।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে টিআইসি মিলনায়তনে নগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালনোপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার অপপ্রচেষ্টা হয়েছে। তাই মনে রাখতে হবে ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্রের উৎস দল থেকে হতে পারে। যেমনটি হয়েছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ক্ষেত্রেও।
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করে বেঁচে আছি তাদের প্রধান দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুরক্ষা করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ রাখা।
শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে আবেগঘন বক্তব্যে বক্তারা বলেন, আমরা জাতি হিসেবে কলঙ্কিত নানান অনাকাঙ্ক্ষিত ঘটনানয়। আবার অনেক ক্ষেত্রে আমরা গর্বিতও। এই গর্বের অংশ শেখ হাসিনা।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, দফতর সম্পাদক হাসান মাহমুদ শমসের, শিল্প ও বাণিজ্য সম্পাদক, মাহবুবুল হক মিয়া, নির্বাহী সদস্য এমএ জাফর, থানা আওয়ামী লীগের এএসএম ইসলাম, মো. মঈনুদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের মো. গিয়াস উদ্দিন, মো. জানে আলম, মিথুন বড়ুয়া।
উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজি মো. হোসেন, জোবাইরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, আবু তাহের, ডা. ফয়সল ইকবাল চৌধুরী, মো. শহিদুল আলম, নির্বাহী সদস্য পেয়ার মোহাম্মদ, সাইফুদ্দিন খালেদ বাহার, অমল মিত্র, মহব্বত আলী খান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাজি বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের হাজি ছিদ্দিক আলম, সাহাব উদ্দিন আহমেদ, আনছারুল হক, মো. হারুনুর রশিদ, মোমিনুল হক, এম এ হালিম, সুলতান আহমদ চৌধুরী, কাজী আলতাফ হোসেন, জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, রেজাউল করিম কায়সার, মো. ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামী লীগের আবুল হাশেম বাবুল, শামসুল আলম, নূর মোহাম্মদ নুরু, অ্যাডভোকেট আইয়ুব খান, নিজাম উদ্দিন নিজু, নাজিম উদ্দিন চৌধুরী, ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, কায়সার মালিক, মোজাহেরুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম মাসুম, মো. আলী নেওয়াজ, মো. মুছা, আবু তৈয়ব ছিদ্দিকী, আবছার উদ্দিন চৌধুরী, সৈয়দ মো. জাকারিয়া, হাজি আলী বক্স, সালাউদ্দিন ইবনে আহমদ, ইসকান্দর মিয়া, সুলতান নাছির উদ্দিন, আকবর হোসেন, লুৎফুল হক খুশি।
এ ছাড়া সকালে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম আলহাজ ফজল কবির।