চান্দগাঁওয়ে ভুয়া এনআইডি কার্ড তৈরির সরঞ্জামসহ আটক ১

নগরের চান্দগাঁওয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরির সরঞ্জামসহ প্রদীপ দাস নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিপাণ ভুয়া এনআইডি কার্ড তৈরির সরঞ্জাম জব্দ করে র‌্যাব সদস্যরা।

আটক প্রদীপের বাড়ি পটিয়ায়। বাবা মৃত কাজল দাস।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার প্রদীপ দীর্ঘদিন ধরে চান্দগাঁও এলাকার একটি টেলিকমের দোকানে ব্যক্তিগত কম্পিউটারে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে প্রতারণাসহ জালিয়াতির উদ্দেশ্যে তথ্য সংরক্ষণ ও বহন করছিলেন। গোপন তথ্যে খবর পেয়ে অভিযান চালিয়ে সেখান থেকে ভুয়া এনআইডিসহ বিভিন্ন সনদ বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরণের ভুয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img