রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে আইসিআরসির ভূমিকা চায় বাংলাদেশ

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) ভূমিকা চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে রাখাইন রাজ্যে আইসিআরসিকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

রবিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে আইসিআরসির সভাপতি পিটার মাউরারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এ আহ্বান জানান তিনি।

এসময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট পিটার মাউরার।

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য আইসিআরসির প্রেসিডেন্ট বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img