ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় প্রতারণার চেষ্টাকালে দুই নারীসহ চার ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২৬ এপ্রিল সোমবার রাতে এ ঘটনা ঘটে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো—গ ২৮—৯৮২০), তিনটি ক্যামেরা, ১২টি মোবাইল ফোন, দুটি পাওয়ার ব্যাংক, নগদ টাকাসহ ‘বর্তমানের কথা’ ও ‘রুদ্র বাংলাদেশ’ নামে নামসর্বস্ব দুটি পত্রিকার তিনটি আইডিকার্ড জব্দ করা হয়।
আটককৃতরা হল পারভীন আকতার লিমার (৩২) গ্রামের বাড়ি জামালপুরের মাধারগণ্ডা থানার নয়াপাড়া এলাকায়। বাবা মৃত রহমত উল্যাহ প্রকাশ তাঁরা মিয়া। গাজীপুরের জয়দেবপুর থানার নাউরুর এলাকার সুরুজ মাতবরের মেয়ে বিলকিস আকতার রুবিও (২৫) । তাদের নেতৃত্ব দেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধোপঘাট এলাকার মৃত ওয়াজ উদ্দিন সরকারের ছেলে জয়নাল আবেদিন জয় (৪০)। তাদের সঙ্গে ফটোসাংবাদিক পরিচয়ে ছিলেন গাজীপুরের পূবাইল থানাধীন ভাধুন এলাকার মিজান সরকারের ছেলে এয়াছিন সরকার প্রকাশ ওরফে হৃদয় (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, দামি প্রাইভেটকারে চড়ে, গলায় আইডিকার্ড, হাতে ক্যামেরা নিয়ে শান্তিরহাট বাজারে আসে এই চারজন। জয় ও হৃদয় সেখানকার একটি বেকারীতে প্রবেশ করেন ।একপর্যায়ে তারা অনিয়মের খবর পত্রিকায় প্রকাশ করার হুমকী দিয়ে বেকারীর মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। কিন্তু তাদের কথাবার্তা অসংলগ্ন ও আচার-আচারণ সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পরে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা এসে জিজ্ঞাসাবাদ শেষে এই চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ দিনেরখবরকে বলেন, উপজেলার শান্তিরহাট বাজার এলাকায় এক বেকারী থেকে চাঁদা দাবি করায় ৪ ভুয়া সাংবাদিককে বাজার কমিটি আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।
আরও বলেন, আজ ২৭ এপ্রিল তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এন-কে