শেষ মুহূর্তের গোলে পয়েন্ট হারনোর শঙ্কা এড়ালো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানের ম্যাচে ফ্রেঞ্চ জায়ন্টরা ২-১ ব্যবধানে হারালো মেসকে। জোড়া গোল করেছেন ডিফেন্ডার আশরাফ হাকিমি।
হাঁটুর চোটে বুধবারের (২২ সেপ্টেম্বর) এই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। প্রতিপক্ষের মাঠে পিএসজির আক্রমণ ভাগে নেইমার-এমবাপেরাও তেমন আলো ছড়াতে পারলেন না।
৫ মিনিটে মরোক্কান তারকা হাকিমির গোলে লিড পায় মাউরিসিও পচেত্তিনোর দল। ৩৯ মিনিটে মেসের হয়ে তা শোধ দেন বোবোকার কৌয়াতে।
বিরিতির ঠিক আগে ফের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল স্বাগতিকদের কাছে। প্যারিসের গোলরক্ষক কেইলর নাভাসকে একা পেয়েও ব্যর্থ হন লামিন গুয়ে। দুর্দান্ত সেভ করেন কোস্টারিকান এই গোলরক্ষক।
এরপর মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরায় পিএসজি। তবে ফিনিশিংয়ের অভাবে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে তারা।
যোগ করা সময়ে মেসের ডাইলান ব্রোন লাল কার্ড পান। সেই ঘটনায় রেফারি লাল কার্ড দেখান মেসের কোচকেও।
সুযোগ কাজে লাগিয়ে যোগ করা সময়ের শেষ দিকে গোল করে পিএসজিকে জয় এনে দেন রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক রাইটব্যাক হাকিমি।