চট্টগ্রাম বন্দরে ২ কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা দুই কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব সিগারেট জব্দ করা হয়।

চীন থেকে এসব সিগারেট আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম।

তিনি বলেন, কুমিল্লা ইপিজেডের একটি কারখানার জন্য এসব সিগারেট আমদানি করে। বাংলাদেশ টেক্সটাইল ফাইবার অ্যান্ড ফেব্রিকস লিমিটেড নামের প্রতিষ্ঠানটি কারখানার জন্য সুতা আনার ঘোষণা দিয়ে এসব সিগারেট আমদানি করে। এর মধ্যে আছে মণ্ড, ইজি, ডানহিলসহ আমদানি নিষিদ্ধ একাধিক ব্রান্ডের সিগারেট।

রেজাউল করিম আরও বলেন, জব্দকরা দুটি কন্টেইনারের মধ্যে রয়েছে ১ কোটি ১৩ লাখ শলাকা সিগারেট। প্রতিষ্ঠানটি এসব সিগারেট আমদানি করে ২৭ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img