নগরীতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকৃত টাকা সহ মোঃ সাগর (২০), মোঃ ফয়সাল (২০) ও মোঃ শহিদুল হক কিরণ (২৪) নামের তিনজনকে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১.২৫ মিনিটের সময় পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার হামজা খাঁ লেইনস্থ গাউছিয়া আবাসিকের প্রবেশ মুখে রেলক্রসিং এর রাস্তার উপর হইতে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯ টার সময় মোঃ সাইদুল ইসলাম মানিক (১৯) নামের এক আইসক্রিম ব্যবসায়ী বিভিন্ন দোকানে আইসক্রিম ডেলিভারী শেষে তাহার বাসায় যাওয়ার পথে পাঁচলাইশ
থানাধীন হামজার খাঁ লেইন তিন রাস্তার মোড়স্থ মান্নান সওদাগর এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি হাতে ছোরা নিয়ে তাকে গতিরোধ করে। গতি রোধের পর তাকে মারধর করে একপর্যায়ে আসামীরা তাহার গলায় ছোরা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক আইসক্রিম বিক্রি বাবদ পকেটে থাকা নগদ ৮ হাজার টাকা ছিনতাই করে সকলে হামজারবাগ রেল লাইনের দিকে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজাহারের ভিত্তিতে পাঁচলাইশ থানায় ১৫ সেপ্টেম্বর
মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার সূত্র ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন। পরে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান এর দিক নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) শহীদুল ইসলাম এর তত্ত্বাবধানে, অফিার ইনচার্জ জাহিদুল কবির এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল উদ্দিন, এসআই মোহাম্মদ আবু তালেব, এসআই দীপক দেওয়ান, এসআই ইমাম হোসেন, এসআই জসিম উদ্দিন, এসআই মোঃ মাসুকুর রহমান, এএসআই মোঃ শাহাদাত হোসেন সহ ঘটনায় জড়িত আসামী গ্রেফতার ও ছিনতাইকৃত অর্থ উদ্ধারের জন্য চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ হামজা খাঁ লেইনস্থ গাউছিয়া আবাসিকের প্রবেশ মুখে রেলক্রসিং এর রাস্তার উপর হইতে মোঃ সাগর, মোঃ ফয়সাল ও মোঃ শহিদুল হক কিরণকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ভিকটিমের নিকট হইতে টাকা ছিনতাই করেছে মর্মে ভিকটিসনাক্ত করে ও স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে জানায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হামজারবাগ এলাকায় বিভিন্ন সময়ে পথচারীদের পথ অবরোধ করে দস্যুতা সংঘটন করে আসিতেছে। কিন্তু আসামীদের ভয়ে এলাকার কেউ কিছুই বলতেন না। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী করিয়া ৭ হাজার টাকা ছিনতাইকৃত আলামত হিসেবে জব্দ করা হয়। আসামীরা হামজারবাগ এলাকায় বিভিন্ন সময়ে পথচারীদের পথ অবরোধ করে ছোরা দ্বারা দস্যুতা সংঘটন করিয়া আসিতেছে। কিন্তু আসামীদের ভয়ে এলাকার কেউ কিছুই বলিত না। বর্নিত আসামীগন পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাহারা মহানগর এলাকায় দীর্ঘ দিন যাবৎ ছিনতাই কর্মকান্ড করিয়া আসিতেছে। বর্ণিত গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা উল্লেখিত নাম-ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত মামলার ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে স্বীকার করে পুলিশ জানায়।