বান্দরবানে হঠাৎ বৃষ্টিতে পাহাড়ি ঢলে গতকাল সন্ধ্যায় মাসহ তের বছরের মেয়ে ও আট বছরের ছেলে নিখোঁজ হন। আজ সকালে মেয়ে ও দুপুর ১২টার দিকে ছেলের মরদেহ উদ্ধার করা হলেও এখনো মা নিখোঁজ আছেন।
আজ বৃহস্পতিবার বান্দরবান ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যায় জুম থেকে ফিরে পাড়ার পাশের ঝিরিতে গোসলের সময় প্রবল স্রোতে মা কিষ্ণাতি ত্রিপুরা (৪০), তার মেয়ে বাজেরুং ত্রিপুরা (১৩) ও ছেলে প্রদীপ ত্রিপুরা (৮) ভেসে যান।
তিনি আরও জানান, আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের ঝিরি থেকে মেয়ে বাজেরুং ত্রিপুরার মরদেহ উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে প্রায় তিন কিলোমিটার দূর থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘আমরা এখনো নিখোঁজ মা’কে উদ্ধারের চেষ্টা করছি।’
সাইঙ্গা ত্রিপুরা পাড়ার বাসিন্দা দীগেন্দ্র ত্রিপুরা বলেন, ‘গতকাল বৃষ্টির কারণে ঝিরিতে প্রবল স্রোত ছিল। সেখানে পাহাড় ধ্বসের ঘটনাও ঘটে।’