বোয়ালখালী গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ে গোলাপ ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর সারাদেশের ন্যায় বোয়ালখালী উপজেলায় উৎসবমুখর পরিবেশে খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করে শিক্ষকরা।

বোয়ালখালীতে গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বরণ করতে করা হয় বর্ণাঢ্য আয়োজন।

এ সময় গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনুল আবেদীন নাজিম শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব রক্ষার পাশাপাশি হাত ধোয়া ও চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া উপজেলার অন্যান্য স্কুলগুলোতেও শিক্ষার্থীদের বরণ করতে বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়।

কয়েকজন শিক্ষার্থী জানায় যে, দীর্ঘদিন পর স্কুলে আসার পর তাদের মনে হয়েছে প্রথম স্কুলে আসার দিন যেরকম অনুভূতি হয়েছিল, আজ তাদের সেরকম অনুভূতি হচ্ছে। অনেকদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় বেশ আনন্দ লাগছে।

প্রধান শিক্ষক মাঈনুল আবেদিন নাজিম বলেন, দীর্ঘ দিন পর শ্রেণীকক্ষে ফিরেছে শিক্ষার্থীরা, স্বাস্থ্য বিধি মেনে তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। প্রাণোচ্ছল শিক্ষাঙ্গন। আশা রাখি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্কুল খোলার বার্তাটি শুভকর হবে।

এছাড়া বিদ্যালয়টি পরিদর্শনে আসেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। এসময় তাকেও গোলাপ ফুল দিয়ে বরণ করেন প্রধান শিক্ষক মাঈনুল আবেদীন নাজিম। তিনি গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img