১০ সেপ্টেম্বরের মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ-ইংল্যান্ডের মতো দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজও। যেখানে সবচেয়ে বড় চমক রবি রামপল। যিনি ৬ বছর পর দেশটির রঙিন জার্সির স্কোয়াডে ফিরেছেন। তবে জায়গা হয়নি সুনিল নারিনের। আর মূল দলে না থাকলেও রিজর্ভ স্কোয়াডে আছেন জেসন হোল্ডার। এই তালিকায় হোল্ডারের সঙ্গে আছেন আরও তিনজন। এরা হলেন ড্যারেন ব্রাভো, আকিল হোসেন এবং শেলডন কোট্রেল। বিশ্বকাপেও ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন কাইরন পোলার্ড, ডেপুটি হিসেবে থাকবেন নিকোলাস পুরান।
ব্যাটিংয়ের দিক দিয়ে অনেকটাই শক্তিশালী দল সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আছেন ক্রিস গেইল, আন্দ্রে ফ্লেচার, লেন্ডনল সিমন, শিমরন হেটমায়ার, এভিন লুইসরা। অলরাউন্ডার হিসেবে আছেন, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ফ্যাবিয়ান অ্যালেন এবং রস্টন চেজ। লেগ স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন হেইডেন ওয়ালশ। পেস বোলিং ডিপার্টমেন্ট সামাল দেবেন ওশানে থমাস, ওমেদ ম্যাককয় এবং রবি রামপলরা।
২০১৫ সালের নভেম্বরে সর্বশেষ দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন রামপল। ওয়ানডে খেলেছিলেন একই বছরের ৪ দিন আগে। তবে চলমান সিপিএলে ১৭ উইকেট নিয়েই শেষ বেলায় মূল দলে জায়গা করে নিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডনল সিমন্স, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
রিজার্ভ: ড্যারেন ব্রাভো, শেলডন কোটরেল, আকিল হোসেন, জেসন হোল্ডার।