দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগের মাধ্যমে শেষ হলো গণটিকা কার্যক্রম। সরকারি হিসাব অনুযায়ী নিবন্ধন ছাড়া এলাকাভিত্তিক বুথ করে করোনার টিকা নিতে পেরেছেন অন্তত সাড়ে আট লাখের মতো মানুষ। পরে আবারও গণটিকা চালু হবে কিনা এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি স্বাস্থ্য বিভাগ।
গণটিকার আওতায় গেলো মাসে টানা ৭ দিন ধরে দেয়া হয় মডার্নার টিকায় প্রথম ডোজ। নিবন্ধন করতে পারেননি এমন শত শত মানুষ টিকা নিতে যাওয়ায় প্রায় প্রতিদিনই টিকা বুথগুলোতে লেগে যেতো বিশৃঙ্খলা। বারবার এসে টিকা না পাওয়ার অভিযোগ ছিলো অনেকেরই। তবে লম্বা লাইনের বিড়ম্বনার মধ্যেও প্রথম ডোজ পাওয়া টিকাগ্রহিতারা দ্বিতীয় ডোজের টিকা নিলেন তেমন কোনো অভিযোগ ছাড়াই। গণটিকার আওতা আর পরিধি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন টিকাগ্রহীতারা।
দেশে এযাবৎ মডার্নার পেয়েছেন ১৭ লাখ ২৬ হাজার ৯২২ জন, যাদের প্রায় সাড়ে আট লাখ টিকা নিলেন গণটিকা কার্যক্রমের আওতায়। নিবন্ধিতদেরসহ সবমিলিয়ে দেশে টিকা পেয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন। নিবন্ধিত হয়েছেন এখন পর্যন্ত ৪ কোটি ২ হাজার ৪৭৪ জন।