কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর সীমান্তে বিএসএফের গুলিতে সহিবর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আমবাড়ী গ্রামের এরাজ উদ্দিনের ছেলে সহিবর রহমান কাউনিয়ার চর গ্রামে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকতেন। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে মাছ ধরার জন্য আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৪-এর ২ এস সাব-পিলারের পার্শ্ববর্তী কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের বিএসএফের ডিবচর বিওপির টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বুকের বাম দিকে গুলিবিদ্ধ হলে তার মৃত্যু হয়।
বিজিবি’র দাঁতভাঙ্গা কোম্পানি সদর দপ্তরের কমান্ডার মো. জয়নুদ্দিন জানান, তারা খবর পেয়ে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গিয়ে সীমান্ত থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত বাড়িতে সহিবরের মৃতদেহ দেখতে পান। কীভাবে তার মৃত্যু ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্তাছের বিল্ল্যাহ জানান, খবর পেয়ে পুলিশ, আজ শনিবার সকাল ১০টার দিকে মৃত সহিবর রহমানের বাড়িতে যায়। এরপর সুরতহাল রিপোর্ট তৈরির পর দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। সুরতহাল রিপোর্ট তৈরির সময় তার বুকের ডানদিকে ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
এ সময় তার স্বজনরা দাবি করেছেন, সীমান্তে কাছে মাছ ধরতে গেলে বিএসএফের ছোড়া গুলিতে তার মৃত্যু ঘটেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ছাড়া রোববার (৫ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জেলা সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।