দেশে একদিনে আরও ৭০ জনের মৃত্যু, শনাক্ত ৩১৬৭

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৭০ জনের মৃত্যু হয়েছে, যা ৭৭ দিনে সর্বনিম্ন। এর আগে ১৯ জুন এরচেয়ে কম ৬৭ জনের মৃত্যু হয়েছিলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ১৬৭ জন। এনিয়ে মোট ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৪৭৯ জনের। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৪৩৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ২১ হাজার ১০২টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৩২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ১৮৫৯, ময়মনসিংহে ১০৯, চট্টগ্রামে ৪৫৮, রাজশাহীতে ২২২, রংপুরে ১৩৪, খুলনায় ১৮৮, বরিশালে ৮৬, সিলেটে ১১১ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ৭০ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৩৬ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ২৪, খুলনায় ১২, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ৪, বরিশালে ৪, সিলেটে ৮, রংপুরে ৩ এবং ময়মনসিংহে ০ জন মারা গেছেন।এ পর্যন্ত মোট মারা যাওয়ার মধ্যে পুরুষ ১৭ হাজার ১১৮ জন এবং নারী ৯ হাজার ৩১৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৯ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৬, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৩ এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img