চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরির সরঞ্জাম সহ নয় জনকে আটক করেছে আকবরশাহ থানা পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১টি কিরিছ, ২টি ছোরা, ২টি কার্টার, ১টি কাটার প্লাস, ২টি হাতুড়ি ও ১টি রশি উদ্ধার করে পুলিশ।
সিএমপি সূত্রে জানা যায়, ২৪ জুন দুপুর আনুমানিক আড়াইটার সময় হতে বিকাল আনুমানিক সাড়ে ৪টার মধ্যবর্তী সময়ে আকবরশাহ্ থানাধীন ডিটি রোডের পূর্ব পার্শ্বে কর্নেলহাট প্রশান্তি আবাসিক গেইট সংলগ্ন “পিপাসা টেলিকম” নামক (বিকাশ ও ফ্ল্যাক্সি লোডের) দোকানের প্রোপাইটর মোঃ বেলাল (৩৬) নামের ব্যক্তি দোকানের তালা লাগিয়ে দুপুরের খাবারের জন্য গেলে অজ্ঞাতনামা চোরেরা দোকানের শার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় এবং এ সংক্রান্তে আকবরশাহ থানায় ২৫ জুন একটি মামলা দায়ের করা হয়, যাহার মামলা নং-২১/১৫৮।
পরবর্তীতে আকবরশাহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম শাকের আহাম্মেদ এর নেতৃত্বে আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে গ্রেফতার অভিযান পরিচালনাকালে ইতিপূর্বে ২৫ জুন দুপুর আনুমানিক ১.১০ মিনিটের সময় আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এলাকায় “কিছুক্ষণ” নামীয় ডিপার্টমেন্টাল দোকানের সামনে থেকে সিসি ফুটেজে সনাক্তকৃত আসামী মোঃ কামাল হোসেন (৩০), মোঃ আল আমিন প্রকাশ সুমন (১৯) ও মোঃ আবছার হোসেন (২৪) কে আটক করে এবং উক্ত সংঘবদ্ধ দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে আসছিলেন পুলিশ।
উল্লেখিত ঘটনার তদন্তকালে ভিডিও ফুটেজে সনাক্তকৃত সংঘবদ্ধ চোর দলের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগষ্ট রাত সাড়ে ১০ টার সময় আকবরশাহ্ থানাধীন মীর আউলিয়া মাজার সংলগ্ন সুমনের মুরগির ফার্ম এর উত্তর পার্শ্বে সমমানা সমিতির প্লটে একত্রিত হয়ে পূনরায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহনকালে ১টি কিরিছ, ২টি ছোরা, ২টি কার্টার, ১টি কাটার প্লাস, ২টি হাতুড়ি ও ১টি রশি সহ আশ্রাফ আলী প্রঃ আসিফ (৫২), মোঃ কামাল (৩২), মোঃ জামাল (৩৫), মোঃ নুর নবী (৩০), মোঃ ইমরান হোসেন (২৭), মোঃ কবির (৩৮), মোঃ রুবেল (৩২), মোঃ শাহীন (২৮) ও মোঃ নবী (২৬) কে আটক করে আকবর শাহ থানা পুলিশ।