নগরীর কোতোয়ালীর নন্দনকানন এলাকায় নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় একটি মিষ্টান্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই জরিমানা আদায় করেন।
অন্যদিকে একই দিনে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে লালখান বাজার ও কাজীর দেউরি এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।