গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৭৫টি নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১০ দশমিক ৫৪ শতাংশ।
বুধবার (১ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন বিভিন্ন উপজেলা এলাকা এবং ১ জন মহানগরের বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৩২ জন।
এছাড়া নতুন শনাক্ত ১৪৫ জনের মধ্যে ১০৬ জন মহানগর এলাকার এবং ৩৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে মোট শনাক্ত ৯৯ হাজার ৪৮৬ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী। সকলে সচেতন হলে সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।