অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় বেকারি ও মুড়ি কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ আগস্ট) নগরীর কোতোয়ালীর বক্সিরহাট এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এই অভিযান পরিচালনা করেন।
এছাড়া অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মালিকানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারে ক্রেতা সাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ভাসমান দোকানপাট উচ্ছেদ করে চলাচলের পথ উম্মুক্ত করা হয়।