সম্মিলিত ঐক্যের ভিত্তিতে সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে: নাছির

হাজার বছর ধরে সর্বধর্মীয় ঐক্যের শক্তিতে বীর বাঙালী নানা প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। হিন্দু, মুসলিম ,বৌদ্ধ, খৃস্টান সকলের পারস্পরিক সহাবস্থান এই ভূখণ্ডের চিরকালীন ঐতিহ্য। সেই অসাম্প্রদায়িক চেতনার উপর বেদীমূলে দাঁড়িয়ে সাড়ে সাত কোটি বাঙালী মহান মুক্তি যুদ্ধের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে। যুগে যুগে সাম্প্রদায়িক অপশক্তি নানা অপকর্ম চালিয়ে মানুষে মানুষে বিভেদ বিভ্রান্তি সৃস্টি করেছে। এখনো সেই অপশক্তি নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে সম্মিলিত শক্তি নিয়ে, সম্মিলিত ঐক্যের ভিত্তিতে এই অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে।

আজ ৩০ আগস্ট জে এম সেন হল প্রাঙ্গনে জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত শ্রী শ্রী জন্মাষ্টমী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রসাদ, দরিদ্র মানুষের মাঝে চাল পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এডভোকেট রানা দাশগুপ্ত।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্ব ও সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিষদের সাবেক সভাপতি সুজিত বিশ্বাস মন্টু, বর্তমান সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর সেন, এডভোকেট চন্দন তালুকদার, বিমল কান্তি দে, লায়ন আশীষ ভট্টাচার্য, শ্রী প্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক বক্তব্য রাখেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img