যুক্তরাষ্ট্রকে তালেবানের হুমকি

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের মাটিতে যেকোনো ধরনের অভিযান চালানোর আগে তালেবানের সঙ্গে আলোচনা করে নিতে হবে।

ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কান্দাহারে আইএসের অবস্থানে ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয়ার পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জবিউল্লাহ একথা বলেন।

শনিবার(২৮ আগস্ট) জবিউল্লাহ মুজাহিদ বলেন, আইএসের খোরাসান শাখার অবস্থানে ড্রোন হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের উচিত ছিল তালেবানকে সতর্ক করা।  যুক্তরাষ্ট্রের এ হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন।   
জবিউল্লাহ মুজাহিদ আরো বলেন, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবান শিগগিরই কাবুল বিমানবন্দরের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে এবং অচিরেই সরকার ও মন্ত্রিসভা ঘোষণা করবে। 
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শনিবার (২৮ আগস্ট) জানায়, আফগানিস্তানে আইএস-খোরাসানের অবস্থানে ড্রোন হামলা চালিয়ে কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালানোর অন্যতম পরিকল্পনাকারীসহ দু’জনকে হত্যা করা হয়েছে।   
এদিকে কাবুল বিমানবন্দরে আবারো ভয়াবহ হামলার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।  আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  
জঙ্গিগোষ্ঠী ’আইএস-কে’র ভয়াবহ হামলায় রক্তের দাগ না শুকাতেই আবারো সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  নতুন করে সন্ত্রাসী হামলার আশঙ্কায় কাবুলের বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেয়ার অভিযান শেষ পর্যায়ে এনেছে পেন্টাগন। 
এমন পরিস্থিতিতে প্রাণহানি এড়াতে জনসাধারণকে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।   এরইমধ্যে কাবুল বিমানবন্দর ছাড়তে শুরু করেছেন মার্কিন সেনারা।  এছাড়া কাবুল ছেড়ে চলে গেছে ব্রিটিশ সেনাবাহিনী। 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিকট শব্দে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর।  ভয়াবহ ওই বিস্ফোরণে প্রাণ হারান মার্কিন সেনা ও বেসামরিক আফগানরা। 
হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস এর খোরাসান শাখা (আইএস-কে)।  গোষ্ঠীটির দাবি, মার্কিন সেনা ও তাদের সহযোগীদের লক্ষ্য করেই আত্মঘাতী হামলা চালানো হয়েছে। 
ভয়াবহ ওই হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭০ ব্যক্তি নিহত হয়।  এদিকে নিজেদের ২৮ সদস্য নিহতের খবর জানিয়ে এই হামলাকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে তালেবান।  এর আগে বৃহস্পতিবার বিমানবন্দর এলাকায় জঙ্গি হামলার আশঙ্কার কথা জানায় যুক্তরাষ্ট্র।  
- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img