চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শুধু একজন ব্যক্তি ও তার পরিবারকে নিশ্চিহ্ন করার জন্যই বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করা হয়নি। এই হত্যার মূল উদ্দেশ্য ছিল একটি চেতনাকে চিরতরে হত্যা করা। বঙ্গবন্ধু মানে একটি ইতিহাস। যিনি নানা ঝড়-ঝঞ্ঝা বুকে নিয়ে মৃত্যুর ভয় মাড়িয়ে ছুটে চলে তার কাঙ্খিত লক্ষ্যে।
শনিবার (২৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম শিশু অ্যাকাডেমি মিলনায়তনে সামাজিক সংগঠন ‘মৃত্যঞ্জয়ী মুজিব’ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর দিগন্ত বিদারি বজ্রকণ্ঠ আজীবন বাঙ্গালির শোষণ মুক্তির গান গেয়েছেন। তাঁর সেই উন্মত্ত তর্জনী বাঙ্গালীর চিরায়ত প্রতিবাদ হয়ে শত্রুদের ভয় দেখিয়েছে। বঙ্গবন্ধু মানে একটি বাংলাদেশ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও ইমরান আলী মাসুদ ও রায়হানুল কবির শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র কাউন্সিলর গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, যুবলীগ নেতা দিদারুল আলম, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ারুল ইসলাম বাপ্পী, ওয়াহিদুল আলম শিমুল, জাকারিয়া হাসান মিঠু, আহিল সিরাজ, হেলাল উদ্দিন, আবদুর রশিদ লোকমান, মো. সালাউদ্দিন, মোক্তার হোসেন লিটন, জসিম উদ্দিন, মিনহাজুল আবেদীন সায়েম, লুৎফুর রহমান কিরণ, মো. মোকসুদ আলী, ছাত্রলীগ নেতা মঈন শাহরিয়ার, আবু সায়েম প্রমুখ।