ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। শোনা যাচ্ছে, দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন সিআর সেভেন। ইংলিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, রোনালদোর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। দলবদল ফি কত হতে পারে, সেটি নিয়ে জুভেন্টাসের সঙ্গে ম্যান সিটির বোঝাপড়া হয়ে গেলেই ইংলিশ ফুটবলে নাম লেখাবেন রোনাল্ডো। এবারের দলবদলে সবচেয়ে বড় ঘটনাটি দেখবে ফুটবলবিশ্ব।
রোনাল্ডো যে জুভেন্টাস ছেড়ে দিচ্ছেন তা নিশ্চিত ছিল অনেকদিন আগেই। তবে ইতালির এই ক্লাব ছেড়ে কোথায় থিতু হবেন তা নিয়েই ছিল যত আগ্রহ।
রোনালদোর তুরিন ছাড়ার খবরে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়ে আসছিল ফরাসি ক্লাব পিএসজি। ক্লাবটি সম্প্রতি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে ফ্রেঞ্চ লিগে নতুন মাত্রা যোগ করেছে।
ক্লাবটির চেয়ারম্যান কাতারের ধনকুবের নাসের আল খোলাইফি বরবারই চাইছিলেন, নেইমার ও মেসির সঙ্গে রোনাল্ডোকে যোগ করিয়ে সেরা আক্রমণভাগ তৈরি করবেন। তাছাড়া দলের তরুণ ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে চুক্তি নবায়নে রাজি না হওয়ায় রোনাল্ডোর দিকে মননিবেশ করেছিল ক্লাবের কর্তৃপক্ষ।