স্বাস্থ্যবিধি না মানলে জেল জরিমানা: মেয়র আতিক

করোনাভাইরাস সংক্রমণ রোধে যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালু রাখলে, দোকান বন্ধ করে দেওয়াসহ আইন অনুযায়ী জেল জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার (২৫ এপ্রিল) রাজধানীর হাতিরঝিলে মহানগর আর্মি ক্যাম্পে হাতিরঝিল সংলগ্ন এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে করণীয় বিষয়ে এক সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, আজকে থেকেই আমাদের মোবাইল কোর্ট রাজধানীর বিভিন্ন দোকান বা শপিংমলে অভিযান পরিচালনা করবে। অভিযানে যদি দেখা যায় কেউ স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালু রাখে, সে দোকান বন্ধ করে দেওয়া হবে এবং জেল জরিমানাও করা হবে। স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখলে আইনগত যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা করবো।

সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রি জে আমিনুল ইসলাম, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেমায়েত হোসেন প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img