তালেবানের চোখ এখন কাশ্মীরে!

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরকে মুক্ত করতে ইসলামাবাদকে সহযোগিতায় প্রস্তুত তালেবান।  এমনকি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের যে কোনো পদক্ষেপে গোষ্ঠীটি পাশে থাকবে বলেও উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দলের এক নেতা।

তবে এমন মন্তব্যের জবাবে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি।  এদিকে আবারও উত্তেজনা বাড়ছে কাশ্মীর সীমান্তে।  রাজ্যটিতে একদিনের ব্যবধানে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে।  সোপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেছে তিন অস্ত্রধারী।

মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোপুরে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  স্থানীয় গণমাধ্যম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারীদের একটি আস্তানায় অভিযান চালাতে গেলে গুলির মুখে পরে ভারতীয় নিরাপত্তা বাহিনী।  পরে পুলিশ পাল্টা গুলি চালায়।

এসময় ঘটনাস্থলেই তিন অস্ত্রধারী নিহত হন।  অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় নিরাপত্তা নিরাপত্তা বাহিনী।  তবে নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি।

এর আগে সোমবার রাতে রাজ্যটির শ্রীনগরে পুলিশি অভিযানে মারা যান পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়্যবার শীর্ষ কমান্ডার আব্বাস শেখ।  তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।  পরপর দুইদিন এমন ঘটনায় উত্তেজনা বাড়ছে কাশ্মীরজুড়ে।  আতঙ্কও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

কাশ্মীরে নতুন করে যখন অস্থিরতা বাড়ছে তখন আগুনে ঘি ঢেলে দেয়ার মতো মন্তব্য করেছেন পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিই-ই-ইনসাফ পিটিআই নেতা নিলম ইরশাদ শেখ।  এক টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে তিনি বলেন, জম্মু-কাশ্মীরকে ভারতের কাছ থেকে মুক্ত করতে পাকিস্তানকে সহযোগিতা করতে চায় তালেবান।

এমনকি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের যে কোনো পদক্ষেপে গোষ্ঠীটি পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।  ইমরান খানের দলের নেতার এমন মন্তব্যের জবাবে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img