৯ ধাপ পেছালো চট্টগ্রাম বন্দর

করোনা পরিস্থিতির মাঝেও চালু পুরোদমে চালু ছিল চট্টগ্রাম বন্দর। এরপরও গত বছরের অবস্থান নয় ধাপ পিছিয়ে ৬৭তম স্থানে বন্দরটি। লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদমাধ্যম লয়েডস লিস্টের তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

সোমবার (২৩ আগস্ট) রাতে নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে লয়েডস। তাদের তালিকায় গত বছর ৬ ধাপ এগিয়ে ৫৮ তম স্থানে ছিল চট্টগ্রাম বন্দর। অথচ এ বছরের ব্যবধানে বন্দরটি এখন ৬৭তম অবস্থানে। তালিকার শীর্ষে স্থানে রয়েছে চীনের সাংহাই এবং দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর বন্দর।

লয়েডস বলছে, গত বছর বিশ্বে ৬৩ কোটি ২০ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে। এই সংখ্যা ২০১৯-এর তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ কম। আর একই সময়ে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন কমেছে ৮ শতাংশ।

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন বলছে, লকডাউনের কারণে বাইরের দেশগুলো থেকে কম জাহাজ এসেছে। ফলে একদিকে যেমন বাংলাদেশে পণ্যের ভলিউম কম এসেছে, অন্যদিকে দেশ থেকেও কম ভলিউম গেছে। তালিকায় সেটারই প্রভাব পড়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img