দেশে করোনায় আরও ১১৪ মৃত্যু, শনাক্ত ৫২৪৯

গত কয়েক দিনের ধারাবাহিকতায় দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু আরও কমছে। এ সময়ে মারা গেছেন ১১৪ জন, যা আট সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২৯ জুন ১১২ জনের মৃত্যু হয়। তার পরের দিন ১১৫ জনের মৃত্যু হয়। এরপর মৃত্যুর সংখ্যা আর এত নামেনি।

এ দিকে গত একদিনে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৪৯ জন। আর সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৫ হাজার ২৪৯ জন, যাতে দৈনিক শনাক্তের হার ১৫.১২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার ১৬.৮৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে যারা মারা গেছেন তাদের পুরষ ৫৬ জন পুরুষ এবং ৫৮ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৫ হাজার ৫১৩ জন।

অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img