মঙ্গলবার ঢাকায় আসছেন কিউইরা

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। স্থানীয় সময় বিকেলে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তারা।

জানা গেছে, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে কিউই দলটিকে সরাসরি টিম হোটেলে নিয়ে আসা হবে। সেখানে তারা তিন দিনের কোয়ারেন্টিনে থাকবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিশ্রুতি দিয়েছে, চলতি মাসে বাংলাদেশ সফর করে যাওয়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে যে সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল, তার সবগুলোই পাবে নিউজিল্যান্ড দল। আতিথ্যেতায় কোনো কমতি রাখা হবে না।

কোয়ারেন্টিন পর্ব ও কোভিড-১৯ পরীক্ষা শেষে আগামী শুক্রবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে সফরকারীরা।

আগামী ১ সেপ্টেম্বর থেকে উভয় দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে। ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলোই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।

নিউজিল্যান্ড দল

টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেট রক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেজন, কোল ম্যাকননিক, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রচীন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, শামীম হোসেন, কাজী নুরুল হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img