দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১৩৯ জন। গতকাল এ সংখ্যা সাত সপ্তাহ পর ১২০ জনে নেমেছিল।
এদিকে গত একদিনে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮০৪ জন। গতকাল এ সংখ্যা ছিল ৩৯৯৯ জন ও তার আগেরদিন ছিল ৫ হাজার ৯৯৩ জন।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৪ হাজার ৮০৪ জন, যাতে দৈনিক শনাক্তের হার ১৫.১৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন। এ পর্যন্ত শনাক্তের মোট গড় হার ১৬.৯০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে যারা মারা গেছেন তাদের পুরষ ৭২ জন পুরুষ এবং ৬৭ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৫ হাজার ২৮২ জন।
অন্যদিকে করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েক দিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।