রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যু ৯

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনসহ মোট ৯ জন মারা গেছেন।বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, হাসপাতালে মৃতদের মধ্যে পুরুষ তিনজন ও নারী ছয়জন। এদের অধিকাংশের বয়স ৩১ থেকে ৬৫ বছরের ওপরে ছিল। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফনের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত একদিনে মৃতদের মধ্যে রাজশাহী জেলার চারজন, নাটোরের দুইজন, নওগাঁর দুজন ও মেহেরপুরের একজন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর তিনজন ও নাটোরের একজন।

অন্যদিকে, উপসর্গে মারা গেছেন রাজশাহীর একজন, নাটোরের একজন, নওগাঁর দুজন ও মেহেরপুরের একজন।

পরিচালক বলেন, গত একদিনে রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৩৫টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৬৬টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এছাড়া গত একদিনে রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। রামেকে করোনায় আক্রান্ত হয়ে ১৪৭ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১১৪ জন ভর্তি রয়েছেন। গত একিদেন রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ২৬১ জন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img