অনুষ্ঠিত হয়ে গেলো  কো-ওয়ার্ক এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী

কাজ শেখা, একসাথে কাজ করা এবং ক্ষমতায়ন, মূলত এই তিনটি মূলনীতিকে সামনে রেখেই ১৬ ই আগস্ট ২০১৯ সালে যাত্রা শুরু হয় কো-ওয়ার্ক গ্রুপ। বিগত দুই বছর ধরে, নিজে কাজ শিখে অন্যকে শেখানো এবং একে অপরের সাথে মিলেমিশে কাজ করে কিভাবে নিজেদের সামলম্বী বানাতে হয়, সেই প্রচেষ্টাই করে আসছে এই গ্রুপের পনের হাজার উদ্যোক্তারা।

তাদের দিক নির্দেশক হয়ে পাশে আছেন কো-ওয়ার্ক গ্রুপের এডমিন এবং ফাউন্ডার জনাব আসিফ আহনাফ। গত ১৬ ই আগস্ট কো-ওয়ার্কের দুইবছর পূর্তি উপলক্ষ্যে বিটিআই প্রিমিয়ার প্লাজার গ্যালারী নাইনে মিলনমেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কো-ওয়ার্ক গ্রুপের ফাউন্ডার এবং ই-ক্যাবের ডিরেক্টর জনাব আসিফ।
অনুষ্ঠানে তিনি বলেন ” আমাদের কো-ওয়ার্ক গ্রুপের যাত্রা শুরু হয়  নতুন পরিবেশের সাথে উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে, যেখানে উদ্যোক্তারা একে অপরের পাশে থেকে সহায়তা করবে এবং নিজেদের সমস্যা সমাধানে উৎসাহ যোগাবে এবং কর্ম স্পৃহা বেগবান করবে। যা এখন আমরা আমাদের একঝাঁক প্রাণোচ্ছ্বল তরুণ উদ্যোক্তাদের মাঝে দেখতে পাই।

তিনি আরো বলেন, উদ্যোক্তা হতে গেলে আমাদেরকে ”শিখব এবং শেখাব”, ”জানবো এবং জানাবো” এই নীতিকে বুকে ধারণ করতে হবে এবং জ্ঞান অর্জনে সচেষ্ঠ হতে হবে। তারপর আমাদের সেই অর্জিত জ্ঞানকে সম্মিলিতভাবে যার যার উদ্যোগ নিয়ে সফল হওয়ার ক্ষেত্রে কাজে লাগাতে হবে। তাহলেই আসবে সফলতা। আর সফলতা আসলেই আমরা হব নিজের ক্ষমতায় ক্ষমতাসম্পন্ন। প্রত্যেকেই আমরা যার যার অবস্থান থেকে যদি এই নীতিতে এগিয়ে যেতে পারি তাহলেই আমরা পাবো একটি সুন্দর ও সফল জীবন, একটি পরিশীলিত সমাজ এবং সর্বোপরি একটি উন্নত দেশ।”

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্যালারি নাইন এর ডিরেক্টর জনাব ডক্টর মুরাদ। তিনি আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে কো-ওয়ার্ক এর যে কোন প্রোগ্রাম  আমরা গ্যালারি নাইন এ বিনামূল্যে আয়োজন করতে পারবো।

কো-ওয়ার্ক এর এডমিন ও ফসল ডট কম এর কো-ফাউন্ডার জনাব মোহাম্মদ মামুনুর রশিদ এর প্রাণবন্ত উপস্থাপনায় পরিচালিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ কো-ওয়ার্কার উদ্যোক্তারা। তারা নতুন যে কোন উদ্যোগ নিয়ে কাজ করতে আগ্রহী এবং দেশ ও সমাজ নির্মাণে ভূমিকা রাখতে বদ্ধ পরিকর।

এছাড়া অনুষ্ঠানটি আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করায়  BreakBite Ebusiness Ltd, Orfee Fashion, TechdynoBd, SoftBite ও Informatik Lab’কে কো-ওয়ার্ক পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img