লেবাননে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
লেবাননের রেডক্রসের বরাতে রোববার( ১৫ আগস্ট) তারা জানায়, দেশটির উত্তরাঞ্চলীয় জেলা আক্কারে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত অন্তত ৭৯ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন বলে লেবানন রেডক্রস জানিয়েছে।
স্থানীয় আক্কার হাসপাতালের কর্মী ইয়াসিন মেতলেজি আল জাজিরাকে জানান, আমরা ৭ জনের মৃতদেহ গ্রহণ করেছি। এছাড়া কয়েক ডজন আগুনে পোড়া রোগীকে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, মৃতদেহগুলো এমন ভাবে পুড়েছে চিহ্নিত করা যাচ্ছে না। এছাড়া আহতদের অনেকের মুখ এবং হাত একেবারেই পুড়ে গেছে। হাসপাতাল থেকে আগুনে সর্বোচ্চ পুড়ে যাওয়া রোগীকে স্থানান্তর করা হয়েছে। কারণ এখানে তাদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই।
লেবানন বর্তমানে তীব্র জ্বালানি সংকট চলছে। গত সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি ট্যাংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ আল হারিরি বলেন, আক্কারের হত্যাকাণ্ড বন্দরের হত্যাকাণ্ড থেকে আলাদা নয়।
এসব ঘটনার জন্য প্রেসিডেন্টসহ কর্মকর্তাদের দায় স্বীকার করে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন হারিরি।
এদিকে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনে প্রতিষ্ঠিত পার্টির বর্তমান প্রধান জিবরান বাসিল নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।