চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের এক প্রতিবাদ সভা সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও অতিরিক্ত মহাসচিব মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় সংগঠনের মাদারবাড়ীস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, পণ্য পরিবহন ডিভিশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতবৃন্দের সাথে আলোচনা করে সমঝোতার মাধ্যমে পরিবহন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা, সংগঠনের কর্মতৎপরতা বৃদ্ধি ও আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কর্মসূচী গ্রহণ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ নূরুল আবছার, কার্যকরী সভাপতি মোঃ আবু বকর ছিদ্দিক, সহ-সভাপতি জসিম উদ্দিন ভুঁইয়া, অতিরিক্ত মহাসচিব যথাক্রমে হাজি সাইফুল ইসলাম, আলহাজ্ব আজিজুল হক, কে এম মহিউদ্দিন, যুগ্ম মহাসচিব আলহাজ্ব ছালেহ আহমদ, অর্থ সম্পাদক মাষ্টার আবুল কাশেম, সহ অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন কিরন প্রমুখ

এসময় বক্তারা বলেন, চিহ্নিত দালাল শ্রেণির একটি মহল অর্থনীতির ৮০ শতাংশ সফলতার যোগানদার পণ্য পরিবহন ও গণ পরিবহনকে ধ্বংস করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পরিবহন সংক্রান্ত যে কোন নীতিমালা প্রণয়ন করার জন্য সড়ক পরিবহনের মালিক শ্রমিকদের শীর্ষ প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করে সেই কমিটির সুপারিশের ভিত্তিতে যে কোন নীতিমালা সম্বলিত প্রজ্ঞাপন জারি করলে সংগঠন তা মানতে বাধ্য থাকবে। কোন কুচক্রী মহলের মনগড়া পরিবহন বিরোধী প্রজ্ঞাপন সংগঠনের পক্ষ থেকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে গোটা দেশ অচল করে দিতে বাধ্য হব।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল উত্তেজিত নেতৃবৃন্দকে সান্তনা দিয়ে বলেন, আপনারা অস্থির হবেন না। সরকারের উর্ধ্বতন মহলের সাথে এ ব্যাপারে আমাদের কথা হয়েছে। আপনারা ধৈর্য ধারণ করুন। কথায় আছেনা লাঙ্গল যার জমি তার। তেমনি গাড়ী আমাদের রাস্তাও আমাদের। আপনারা সাংগঠনিক তৎপরতা জোরদার করুন। ভুয়া ও নামসর্বস্ব সংগঠনগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।

পরিশেষে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে সর্বাত্বক প্রস্তুতি গ্রহণ করার জন্য নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img