আবারও পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা

মাত্র চারদিনের মাথায় আবারও পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছে “কাকলি” নামে একটি ফেরি।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটগামী  আসার পথে এ ঘটনা ঘটে।

শিমুলিয়া নদী বন্দরের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক কর্মকর্তা  শাহাদাত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমরা কিছুক্ষণ আগে বিষয়টি জানতে পেরেছি।  শিমুলিয়া ঘাটে মন্ত্রী এসেছেন। তিনি ঘাট পরিদর্শন করছেন।”

ফেরিটির চালক জানান, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা।  কিন্তু নদীর প্রচণ্ড স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা মারে।  এতে ফেরির র‌্যাম্পের সামান্য ক্ষতি হয়।

চালকের দাবি, এ ঘটনায় পদ্মা সেতুর পিলারের কোনো ক্ষতি হয়নি।  ধাক্কা লাগার পর ফেরিটি চালিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে পৌঁছানো গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগেও তিন বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি।  গত ২০ ও ২৩ জুলাই পদ্মাসেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে ফেরিগুলো।  এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরিচালকদের সাময়িক বরখাস্ত করা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img