বাঁশখালীতে চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা কয়লাবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা কর্মী জিই কিংওয়েনের (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সাগরের তীরে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এর আগে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ শ্রমিক মাউমিং কোম্পানির সাব-কনট্রাক্ট সিপিপি কোম্পানির পাইপ লাইনের একজন শ্রমিক।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি শফিউল কবির বলেন, গতকাল রাতভর নিখোঁজ চীনা শ্রমিককে খুঁজতে কোস্টগার্ড ও ডুবুরিরা কাজ করেছে। কিন্তু কোথাও পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে সাগরের তীরে তার লাশ ভেসে আসে। তার শরীরে কাঁকড়ার কামড়ের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে কাঁকড়া ধরতে গিয়ে তিনি সাগরে ভেসে যান।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঁশখালীর গন্ডামারা কয়লাবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন বেলা ১১টায় খাবারের জন্য কাজের বিরতি হয়। ওই বিরতির সময় তিনি চাইনিজ ক্যান্টিনে আসেননি। বিষয়টি চাইনিজ সিকিউরিটি ইনচার্জ জানতে পেরে বেলা আড়াইটায় বিদ্যুৎ কেন্দ্রের পাশে অবস্থিত পুলিশ ক্যাম্পে বিষয়টি জানান। এরপর থেকে ওই চায়না নাগরিকের খোঁজে নামে সংশ্লিষ্টরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img